বিএনপি’র গণসংযোগে পুলিশের হামলার অভিযোগ

সিলেট জেলা ও মহানগর বিএনপি’র গণসংযোগে পুলিশের হামলার অভিযোগ উঠেছে। এ সময় মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মোমিনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বিকালে অসহযোগ আন্দোলনে জনমত সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ কর্মসূচির শেষদিনে বন্দর বাজার লালদীঘির পার এলাকা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের কয়েক’শ নেতাকর্মী গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন। পরে বন্দর বাজার হাসান মার্কেটের সামনে আসা মাত্র পুলিশ তাদের ওপর অতর্কিত হামলা চালায়।এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। নিজেরা নিজেরা প্রতিদ্বন্দ্বিতার বাহানা করে ক্ষমতাকে টিকিয়ে রাখতে দেশের জনগণের শত শত কোটি টাকা নষ্ট করা হচ্ছে। এ নির্বাচনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই দেশের গণতন্ত্র রক্ষায় ডামি নির্বাচনের নামে প্রহসন বন্ধ করুন। ভোট গ্রহণে নিযুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ ভাই ও বোনেরা, এই দেশ শুধু বিএনপির নয়, আপনার আমার সকলের। তাই দেশকে বাঁচাতে হলে নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকুন। মজলুম মানুষের আবেগের সঙ্গে খেলা করবেন না। জুলুম যত তীব্র হয় বিজয় তত নিকটবর্তী হয়।