নিউজিল্যান্ডে বাংলাদেশের আরও একটি ঐতিহাসিক জয়

ওয়ানডের পর নিউজিল্যান্ডের মাটিতে এবার টি-টোয়েন্টিতেও প্রথম জয়ের দেখা পেলো বাংলাদেশ। এদিন আগে ব্যাটিং করে বাংলাদেশি বোলারদের তোপের মুখে ১৩৪ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। জবাবে লিটন কুমার দাসের অপরাজিত ৪২ রানে ৮ বল বাকি থাকতেই জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৬ বলে ১৯ রান করেন শেখ মেহেদী।

হৃদয়-আফিফের বিদায়ে মৃদু চাপে বাংলাদেশ 

১৩৫ রান তাড়া করতে নেমে ম্যাচটি নিয়ন্ত্রণেই ছিল বাংলাদেশের। কিন্তু ১ রানের ব্যবধানে তাওহীদ হৃদয় ও আফিফ হোসেনের বিদায়ে মৃদু চাপে পড়েছে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন

সৌম্যও দুর্দান্ত শুরু করে উইকেট ছুড়ে দিলেন 

অধিনায়ক শান্তর মতো সৌম্য দারুণ ছন্দে ছিলেন। ইতোমধ্যে দুই চার ও এক ছক্কা আসে তার ব্যাট থেকে। কিন্তু অধিনায়কের মতো তিনিও উইকেট ছুড়ে দিলেন। কিউই পেসার সিয়ার্সের বল ক্রস খেলতে গিয়ে বোল্ড হন তিনি। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ২২ রান।