জুভেন্টাসের বড় জয়ে কোচ অ্যালেগ্রির রেকর্ড

টানা সাত জয়ে উড়ছে জুভেন্টাস এফসি। ইতালিয়ান সিরি আ’য় ইউ.এস. লিসের বিপক্ষে সপ্তম জয়টি পেয়েছে তুরিনের বুড়িরা। রোববার কমুনেল ভিয়া দেল মারে স্টেডিয়ামে লীগের ম্যাচে স্বাগতিক লিসকে ৩-০ গোলে হারায় জুভেন্টাস। দলের বড় জয়ে রেকর্ড গড়েন জুভ কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। 

  প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৫৯তম মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। গোলটি করেন ডুসান ভ্লাহোভিচ। ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই সার্বিয়ান স্ট্রাইকার। ৮৫তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্লেইসন ব্রেমের জুভেন্টাসকে ৩-০ গোলের জয় উপহার দেন। 

ইতালিয়ান সিরি আ’য় কোচ হিসেবে ৩০০তম জয়ের দেখা পেলেন জুভেন্টাস বস ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। মাত্র তৃতীয় কোচ হিসেবে তিনশ’ জয়ের মাইলস্টোন স্পর্শ করলেন তিনি। তার আগে এই কৃতিত্ব দেখান জুভেন্টাস, এসি মিলান, ইন্টার মিলানের দায়িত্ব পালন করা ইতালিয়ান কোচ জিওভান্নি ত্রাপাত্তোনি। সিরি আ’য় কোচ হিসেবে ৩৫২ ম্যাচ জিতেছইতালির আরেক কোচ নেরেও রক্কো জিতেছেন ৩০২ ম্যাচ। তাছাড়া জুভেন্টাসের হয়ে ২০০তম সিরি আ ম্যাচ জয় হলো অ্যালেগ্রির। জুভদের ইতিহাসে মাত্র দ্বিতীয় কোচ হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। আগের রেকর্ডটি জিওভান্নি ত্রাপাত্তোনির।

গত ১৭ই জানুয়ারি ঘরের মাঠে সাসুওলোকেও ৩-০ গোলে হারিয়েছিল জুভেন্টাস। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম জুভরা লীগে টানা দুই ম্যাচে ন্যূনতম ৩ গোলের ব্যবধানে জয় পেলো। 

২১ ম্যাচে ১৬ চয় ও ৪ ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি আ টেবিলের শীর্ষে জুভেন্টাস। দুইয়ে থাকা ইন্টার মিলানের ৫১ পয়েন্ট। ৪৫ পয়েন্ট নিয়ে তিনে এসি মিলান। আর চতুর্দশ স্থানে থাকা ইউ.এস. লিসের পয়েন্ট ২১।