হবিগঞ্জের মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছেলে মেয়ে ও স্ত্রীর হাতে আব্দুল হাকিম (৬৫) নামে এক ব্যক্তি খুন হওয়ার খবর পাওয়া গেছে।
তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিমের গরুর গোয়ালের মলমূত্র যাওয়ার ড্রেন নিয়ে তার চাচাতো ভাই মৃত বজলুর রহমানের ঘরের পাশ দিয়ে নেওয়ায় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই জেরে আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে আব্দুল হাকিমের সাথে চাচাতো ভাইয়ের পরিবারের লোকজনের ঝগড়ার এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান নেতৃত্বে পুলিশের একটি দল লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ঘটনাস্থলে গিয়ে মৃত বজলুর রহমান এর ছেলে মাহবুর রহমান( ৩০), কন্যা সুলেমা খাতুন (৩৫) ও স্ত্রী সুন্দর বানু (৪৫) কে আটক করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য