২০১৯ সালের আন্তর্জাতিক ফুটবলের সূচি

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দলগুলোর সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। শীর্ষে থেকেই বছর শেষ করতে চলেছে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকারী বেলজিয়াম। বিশ্বচ্যাম্পিয়ন হয়েও মাত্র এক পয়েন্টে পিছিয়ে থেকে ২০১৮ শেষে দ্বিতীয়স্থানে রইল ফ্রান্স।সেই সাথে নতুন বছরের ফুটবল ম্যাচের দিন তারিখও প্রকাশ করা হয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার র‍্যাংকিং অনুযায়ী ব্রাজিল বছর শেষ করতে চলেছে তৃতীয়স্থানে থেকেই। ফরাসীদের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপে রানার্স আপ ক্রোটরা ২০১৮ শেষে রইল চতুর্থস্থানে। বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া রয়েছে চতুর্থ স্থানে। ছেলেদের ফুটবল এএফসি এশিয়ান কাপ ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি (সংযুক্ত আরব আমিরাত) ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২৩ মে থেকে ১৫ জুন (পোল্যান্ড) উয়েফা নেশন্স লিগ ফাইনাল ৫ থেকে ৯ জুন (পর্তুগাল) কোপা আমেরিকা ১৪ জুন থেকে ৭ জুলাই (ব্রাজিল) আফ্রিকান নেশন্স কাপ ১৫ জুন থেকে ১৩ জুলাই (আয়োজক দেশ চূড়ান্ত হয়নি) কনকাকাফ গোল্ডকাপ ১৫ জুন থেকে ৭ জুলাই (যুক্তরাষ্ট্র) প্যান আমেরিকান গেমস ২৫ জুলাই থেকে ৯ আগস্ট (পেরু) ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ৫ থেকে ২৭ অক্টোবর (পেরু) প্রীতি ম্যাচ ও ইউরো বাছাইপর্ব ১৮-২৬ মার্চ, ৩-১১ জুন, ২-১০ সেপ্টেম্বর, ৭-১৫ অক্টোবর ১১-১৯ নভেম্বর। মেয়েদের ফুটবল ফিফা নারী বিশ্বকাপ ৭ জুন থেকে ৭ জুলাই (ফ্রান্স) উয়েফা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ১৬ থেকে ২৮ জুলাই (স্কটল্যান্ড) ২০১৮ সালের শেষ ফিফা র‌্যাংকিং (শীর্ষ ১০) র‌্যাংকিং দল পয়েন্ট ১ বেলজিয়াম ১৭২৭ ২ ফ্রান্স ১৭২৬ ৩ ব্রাজিল ১৬৭৬ ৪ ক্রোয়েশিয়া ১৬৩৪ ৫ ইংল্যান্ড ১৬৩১ ৬ পর্তুগাল ১৬১৪ ৭ উরুগুয়ে ১৬০৯ ৮ সুইজারল্যান্ড ১৫৯৯ ৯ স্পেন ১৫৯১ ১০ ডেনমার্ক ১৫৮৯