টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরের দ্বিতীয় দিনের প্রথম খেলায় টস জিতে সিলেট সিক্সার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রোববার (০৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা অধিনায়ক স্টিভেন স্মিথ। এ ম্যাচ দিয়ে ১০ মাস পর মুখোমুখি হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন। নিষেধাজ্ঞার কারণে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে পারেননি স্মিথ ও ওয়ার্নার। আইপিএলে দল পেয়েছেন ডেভিড ওয়ার্নার। এপ্রিলে তিনি খেলবেন সেখানে। খেলার সুযোগ পেতে পারেন ওয়ানডে বিশ্বকাপেও। তার আগে নিজেকে ঝালিয়ে নিতে বিপিএলে প্রথমবারের মতো খেলতে এসেছেন ওয়ার্নার। তাকে অবশ্য ড্রাফটের আগেই দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স। অন্যদিকে স্মিথকে ড্রাফটের পর দলে টেনেছে কুমিল্লা। সেটা নিয়ে অবশ্য কম জল ঘোলা হয়নি। অবশেষে নতুন নিয়মে স্মিথকে দলে নেয় কুমিল্লা। তাতে করে স্মিথও সুযোগ পেয়েছেন নিজেকে ঝালিয়ে নেওয়ার। প্রথমবারের মতো তিনিও বিপিএল খেলতে মাঠে নেমেছেন। এবারের আসরে বেশ ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে দুই দলই। কুমিল্লার হয়ে খেলবেন ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনির মতো জাতীয় দলের তারকারা। আর বিদেশি কোটায় স্মিথের পাশাপাশি আছেন শোয়েব মালিক, লিয়াম ডসন, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইসের মতো তারকারা। এদিকে সিলেটের ঝুলিতে আছেন সাব্বির রহমান, লিটন দাস, তাসকিন আহমেদদের মতো জাতীয় দলের তারকারা। আছেন অলক কাপালীর মতো অভিজ্ঞ ক্রিকেটারও। আর বিদেশি কোটায় সোহেল তানভির, ইমরান তাহির, নিকোলাস পুরান ও সন্দীপ লামিচানে আছেন বিপিএল মাতাতে।