স্বপ্ন ভাঙল দিল্লির, ফাইনালে চেন্নাই

স্পোর্টস ডেস্ক : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। রিকি পন্টিং ও সৌরভ গাঙ্গুলির হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছিল দিল্লি ক্যাপিটালস। তবে সেই স্বপ্ন ভেঙে ফাইনালে উঠে গেল চেন্নাই সুপার কিংস। শুক্রবার বিশাখাপত্তমে টস হেরে ব্যাট করতে নেমে কোনো ব্যাটসম্যানই ক্রিজে ঠিকমতো দাঁড়াতেই পারেনি। যা একটু চেষ্টা করেছেন দলের সেরা তারকা রিশভ প্যান্ট। তিনি করেন ২৫ বলে সর্বোচ্চ ৩৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন কলিন মুনরো। তবে সেটা মোটেই টি-টোয়েন্টি সুলভ ছিল না। ২৪ বলে ৪ চারে এ রান করেন তিনি। বাকিদের কেউই উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারেননি। অধিনায়ক শ্রেয়াস আয়ার ১৩, শিখর ধাওয়ান ১৮, শেরফান রাদারফোর্ড ১০ ও পৃথ্বী শ করেন ৫ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৭ রান তুলতে সক্ষম হয় ক্যাপিটালস। চেন্নাইয়ের হয়ে দীপক চাহার, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা ও ড্যারেন ব্রাভো-প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট। অল্প পুঁজি নিয়ে চেন্নাইকে থামাতে হলে শুরু থেকেই উইকেট তুলতে হতো দিল্লিকে। তবে সেটি পারেননি বোলাররা। মূলত ফ্যাফ ডু প্লেসি ও শেন ওয়াটসনের অভিজ্ঞতার কাছে হেরে যান তারা। সূচনাটা আক্রমণাত্মক মেজাজে শুরু করেন তারা। ডু প্লেসি ৩৯ বলে এবং ওয়াটসন ৩২ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ফেরেন। এতে চেন্নাইয়ের জয়ের পথ পরিষ্কার হয়ে যায়। তবে চেষ্টা করেও আরো আগেভাগে জয় তুলে নিতে পারেননি সুরেশ রায়না (১১) ও ধোনি (৯)। বাকি কাজটা সারেন আম্বতি রায়ডু। ২০ রানে অপরাজিত থেকে বিজয়ী সেনার বেশে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত ১ ওভার বাকি থাকতে ৬ উইকেটে জয় পেল চেন্নাই। চেন্নাই সুপার কিংস : শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, দীপক চাহার, হরভজন সিং, শার্দুল ঠাকুর, ইমরান তাহির। দিল্লি ক্যাপিটালস : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কলিন মুনরো, শারফানে রাদারফোর্ড, অক্ষর প্যাটেল, কিমো পল, ট্রেন্ট বোল্ট, অমিত মিশ্রা, ইশান্ত শর্মা।