সুনামগঞ্জে বালুচাপায় ২ নারী শ্রমিকের মৃত্যু

নন্দিত সিলেট :  সুনামগঞ্জে ডলুরা চলতি নদীর তীর থেকে বালু উত্তোলনের সময় চাপা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার দলুয়া গুচ্ছগ্রামের আলেকা বেগম (৪০) ও ফেনিবিল গ্রামের রহিমা বেগম (৩১)। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে রহিমা ও আলেখা পাথর উত্তোলন করতে ডলুরা চলতি নদীতে যান। নদীর তীরে পাথর কুড়ানোর সময় হঠাৎ গর্ত ধসে তাদের দু’জনের ওপর বালুর একটি স্তূপ এসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ দুই শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করেছে। ঘটনা বিস্তারিত জানার জন্য পুলিশ তদন্ত করছে।