আমার নেত্রী আমার মা, বন্দি হতে পারেনা' স্লোগানে মুখর রেজিস্ট্রারি মাঠ

নন্দিত সিলেট : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে ২টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। বিএনপির সমাবেশে আসছেন না মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে প্রধান অতিথি হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা থাকলেও তার মা'র অসুস্থ্য থাকার করনে তিনি আসেননি। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিকেল ২টায় নির্ধারিত সময়ে শুরু হয় সমাবেশ। এতে নগরী ও বিভিন্ন জেলার নেতারা বক্তব্য রাখছেন। বিএনপি সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টায় নগরীর রেজিষ্ট্রারী মাঠে এ সমাবেশ শুরু হয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যে প্রশাসনকে অবহিত করা হয়েছে। সিটি পয়েন্টে প্রশাসনের অনুমতি পাওয়া না গেলেও রেজিস্ট্রারী মাঠে সমাবেশের বিষয়ে অনুমতির বিষয়ে কিছু জানায়নি প্রশাসন। সিলেট প্রশাসন সুত্রে জানা গেছে, বিএনপির রেজিষ্ট্রারী মাঠে সমাবেশের বিষয়ে অনুমতি দেওয়া হয়নি আবার নিষেধাজ্ঞাও দেওয়া হয়নি। বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করা হলে প্রশাসন তা প্রতিহত করবে। সকাল থেকে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। সিলেট নগরীর কয়েকটি এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।