দোয়ারায় শিবির সন্দেহে আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি :দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজার ইউনিয়নের বাজারে লিফলেট ও বই বিতরণকালে শিবিরকর্মী সন্দেহে দুই জনকে আটক করে পুলিশে সৌপর্দ করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেলের দিকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হল, বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া দাখিল মাদ্রাসার আলীম প্রথম বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মোজাহিদ (১৮) সে বাংলা বাজার ইউনিয়নের উত্তর খলাউড়া গ্রামের জাসিম উদ্দিনের ছেলে ও শামীম আহমদ (১৯) একই ইউনিয়নের বড়ইউড়ি দাখিল মাদ্রাসার এইচ এস সি (আলীম) পরীক্ষার্থী। সে একই ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে । স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুজন বোগলা বাজার ইউনিয়নের পেশকার গাঁও দাখিল মাদ্রাসার ছাত্রদের মধ্যে শিবিরের প্রথমিক সদস্য ফরম ও তাদের মতাদর্শের বই বিতরণ করছিল। এটি দেখার পর স্থানীয় লোকজনের মনে সন্দেহ জাগলে তারা ওই দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দুজনকে আটক করে দোয়ারাবাজার থানায় নিয়ে যায়। সেখানে দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) বরকত উল্লাহ খান জানান, আমি জেনেছি যে দুই জনকে আটক করা হয়েছে তারা মাদ্রাসা ছাত্র। এরা কোন জঙ্গি কার্যক্রমের সাথে বা শিবিরের সঙ্গে সম্পৃক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।