ছাতকে চরেরবন্দ স্টুডেন্ট ফোরামের কমিটি গঠন

ছাতকে চরেরবন্দ স্টুডেন্ট ফোরামের ২০২৪ সেশনের জন্য দায়িত্বশীল নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে শহরের চিলিজ রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সম্পাদক হামিদুর রহমান মাসরুর ও সাবেক প্রকাশনা সম্পাদক সারোয়ার ইসলাম বাবলুর যৌথ পরিচালনায় এবং কমিটির সভাপতি হাসান উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর আহমদ জাকির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্থ সম্পাদক রাসেল মিয়া। প্রধান অতিথি, প্রধান আলোচকসহ সকল অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তাহমিদ আহমদ ও অর্থ সম্পাদক রাসেল মিয়া, ক্রীড়া সম্পাদক মুস্তাকিন আহমদ রাহুল। স্বাগত বক্তব্য রাখেন, প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান সাকিব।চরেরবন্দ স্টুডেন্ট ফোরামের ২০২৪ সেশনের জন্য কার্যকরী কমিটিতে হামিদুর রহমান মাছরুর কে সভাপতি ও তাহমিদ আহমদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সাকিব, অর্থ সম্পাদক মোস্তাকিম আহমেদ রাহুল, প্রচার সম্পাদক মো: আব্দুল গফফার, প্রকাশনা সম্পাদক বাইজুদুর রহমান রাব্বি, সাংস্কৃতিক সম্পাদক ফয়সল আহমদ,সমাজ সেবা সম্পাদক হোসাইন আহমদ, ক্রীড়া সম্পাদক শাকিল আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক ফাহাদ হোসেন, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুর রকিব। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরেরবন্দ স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইমরান হোসেন শুভ, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক নাহিয়ান আহমদ, সাবেক সভাপতি রিহাত আলম নাঈম, সাবেক প্রকাশনা সম্পাদক সারোয়ার ইসলাম বাবলু, সাবেক প্রচার সম্পাদক কুতুব আলী, সাবেক শিক্ষা সম্পাদক সোহানুর রহমান ও বিএনসিসির ক্যাডেট এমরান হাসান প্রমুখ।