তাহিরপুরে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেছেন, আমিও ছোটবেলায় স্কুল জীবনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। আজকের এই অনুষ্ঠানে মনে হয় আমরা সেই কিশোর জীবনে ফিরে এতাহিরপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম নিয়ে তিনি বলেন, খুব দ্রুততম সময়ের মধ্যে যাতে এই খেলার মাঠটি সংস্কার করা যায় আমি সেই ব্যবস্থা কবৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমনা তারা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।।
মন্তব্য