দক্ষিণ সুনামগঞ্জে হাওরে নতুন পানির আগমন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি  : হাওর কন্যা সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কৃষকদের কয়েক বছর পর ভালভাবে ধান গোলায় তুলতে পেরে কৃষকেদের এবার খুশির শেষ নেই। এবারের পানি আসা যেন সাফল্যের একটি অংশ। যে পানি দেখে কয়েকবছর কৃষকের চুখে পানি এসেছে আজ সেই নতুন পানি দেখে খুবই উচ্ছাসিত দক্ষিণ সুনামগঞ্জের কৃষকরা। নতুন পানি আসতেই না আসতে যেন প্রতিটি গ্রামে গ্রামে উৎসব শুরু হয়েছে।  নতুন পানি যেন পুরনো সব দু:খ কষ্ট স্রোতের মধ্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে নতুন পানি আসার কারনে কিশোরেরা মনের আনন্দে কেউ জাল দিয়ে মাছ ধরছে আর কেউ কেউ আবার তরিকুছ দিয়ে মাছ শিকার করছে। ছোট ছোট ছেলে মেয়েরা দল বেধে সাতাঁর কাটছে।সবার মুখে এখন খুশির আভাস। আর নতুন পানি আসায় জেলেরা ধরছে অনেক নানা ধরনের দেশি মাছ যা কৃষকদের দৈনন্দিন মাছের চাহিদা মিটিয়ে দেয়। মাছের দামও এখন তুলনামুলকভাবে কম। জেলেরা এখন মাছ ধরার জন্য জাল বোনায় ব্যস্থ সময় পার করছেন। দক্ষিণ সুনামগঞ্জে প্রতিটি ঘরে ঘরে এখন এই উৎসব বিরাজ করছে। যারা প্রায়শ মাটি কাটতেন তারা আজ মাটি কাটার জন্য নৌকা বানাতে ব্যস্ত । নতুন পানি আসার সাথে সাথেই নতুন সপ্নে নিজেকে বাধছেন অনেকেই। এখন এক মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করছে চারিদিকে। গ্রামে গ্রামে প্রাচীন কালের অন্যতম যোগাযোগ মাধ্যম নৌকা দিয়ে মেহমান আসছেন। এতে আত্বীয়তার সম্পর্ক আরো গভীর হচ্ছে। অনেকে আবার গৃহপালিত পশুর খাবার (জারমুনি) সরক্ষনের জন্য দড়ি দিয়ে লাইন বেধে তা আটকাচ্ছেন। এবার কয়েকবছর পর আবারো যেন হাওরাঞ্চলের মানুষের মনে পুরনো দিনের সেই চিরচেনা সুখের আভাস দেখা যাচ্ছে।রহমতের এই মাসে সবাই আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছেন।