দক্ষিণ সুনামগঞ্জে আব্দুল মজিদ কলেজের নবীনবরণ

এন.এ নাহিদ- দক্ষিণ সুনামগঞ্জ ::"শিক্ষার জন্য এসো" সেবার জন্য বের হয়ে যাও" এই প্রধিপাদ্যকে সামনে রেখে - দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান আব্দুল মজিদ কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ ২০১৮ হয়েছে। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় এ নবীণবরন অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক জাফর আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কলেজের যুক্তিবিদ্যার প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, অর্থনীতির প্রভাষক অজয় কুমার দেব, সমাজ বিজ্ঞানের প্রভাষক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ -সভাপতি নুর হুসেন, ইংরেজির প্রভাষক মনিরা খাতুন, পৌরনীতির প্রভাষক হেপি চক্রবর্তী। অন্যন্যদের মধ্যে কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- শুভ দাস, প্লাবন দাস, ওবায়দুর রহমান, শামিমা বেগম জুই দাস এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- রুম্মান রশিদ, নাদের হোসাইন। নবীণবরন অনুষ্টান শুরু পর কলেজের শিক্ষকবৃন্দ নবীণ ছাত্র ছাত্রীদেরকে ফুল দিয়ে বরন করে নেন। অনুষ্টানের শুরুতে পবিত্র আল কুরান থেকে তিলাওয়াত করেন শামিমা আক্তার ও গীতা পাঠ করেন জুই দাস। অনুষ্টানের পর পরই কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। এতে গান পরিবেশন করে অনেক গুনী শিল্পী।