তাহিরপুর সীমান্তে ১১১ বোতল ভারতীয় মদ উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ১১১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি। যার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫০০শত টাকা। সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে টেকেরঘাট বিজিবি কোম্পানীর একটি টহল সোমবার রাতে সীমান্ত পিলার ১১৯৮/২-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকেরঘাট নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করে। অপরদিকে মঙ্গলবার সকালে বালিয়াঘাট বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৭/৪-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাকমাছড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আবুল এহেছান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের অপতৎপরতা কঠোরতার সাথে ধমন অব্যাহত রেখেছে। তিনি বলেন, এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।