ছাতকে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

ছাতক প্রতিনিধি :: ছাতকে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মাসুদ সিদ্দিকী, মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সাব-রেজিষ্ট্রার আব্দুল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা মতিউর রহমান। খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, বাউবির উপ পরিচালক সিদ্দিকুর রহমান, ছাতক সরকারী বহুমুখী সরকারী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনূল হুসেন চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ। ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উপজেলা আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, গয়াছ আহমদ, আবুল হাসনাত, একটি বাড়ি একটি খামারের কর্মকর্তা জুলকার নাইন, ছাতক থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মঈনউদ্দিন, সূর্য্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রুহুল আমিন, বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস। মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, কবির উদ্দিন লালা, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, উপজেলা চেয়ারম্যানের অফিস সহকারী জীতেন বর্মন, কেয়ারের অমৃত পাল প্রমুখ। এর আগে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মশক নিধনে সরকারী ওষুধ স্প্রে করার জন্য দাবী জানান।