সুনামগঞ্জে ১০ হাজার পরিবারের মাঝে চাল বিতরণের উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ পৌর এলাকার ১০ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেছেন পৌর মেয়র নাদের বখত। আজ শুক্রবার চাল বিতরণের প্রথম দিন পৌরসভার ২, ৮ ও ৯নং ওয়ার্ডের ২ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ঈদুল আযহাকে সামনে রেখে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল ৬ হাজার পরিবারের মধ্যে ও পৌর মেয়রের নিজেস্ব তহবিল থেকে চাল ক্রয় করে আরো ৪ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে। এমন তথ্য পৌর মেয়র জানিয়েছেন। বিতরণ কালে পৌর মেয়র নাদের বখত বলেন, ‘ঈদুল আযহাকে সামনে রেখে পৌর এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে ভালো করে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সরকার কর্তৃক বরাদ্দকৃত চালকে ৬ হাজার পরিবার ও মেয়রের তহবিল থেকে আরো ৪ হাজার মানুষকে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।’ চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার এমামুল হক মোল্লা, পৌর মেয়র এর ব্যক্তিগত পিএ নুরুল আমীন, সদর থানার এসআই রেজাউল করিম রেজা, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার প্রমুখ।