নবীগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে বন্যার্তদের মধ্যে অর্থ বিতরণ

নন্দিত সিলেট :: নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়ন এলাকায় শুক্রবার (২ আগস্ট) বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। ৪নং দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো.আবুল ফজল এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ,পানসি গ্রুপের চেয়ারম্যন আবু বকর সিতু, সমিতির অর্থ সম্পাদক আবু ইউসুফ, বয়েত উল্লাহ, সৈয়দ মনজুর আহমদ, এডভোকেট মফিজ উদ্দিন, মো. মোস্তাকিম আলী, এস আর চৌধুরী সেলিম,আব্দুর রকিব,ডা.শাহ আজাদ আলী সুমন,ছালেহ আহমদ,সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ,ওবায়দুর রহমান সুহেব, সৈয়দ আদিল, মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ। বক্তারা বলেন, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট সব সময় অসহায় ও বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। গরীব মানুষের মুখে হাসি ফুটাতে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আন্তরিক। এই সংগঠন বিভিন্ন দুর্যোগময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। বক্তারা এ ধরনের মানব সেবামূলক কার্যক্রম অব্যহত রাখতে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের প্রতি উদাত্ত আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে ২ লক্ষ ৫০ হাজার টাকার নগদ অর্থ ৫০০টি বন্যার্ত পরিবারের মধ্যে বিতরণ করা হয়।