সুনামগঞ্জে চুরি করে বিক্রি করা শিশু উদ্ধার, আটক ৩

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের জামালগঞ্জে চুরি করে বিক্রি করার ৩ দিন পর রাফসান মিয়া (৩) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এসব কথা জানান। আটক ব্যক্তিরা হলেন- জোবেদা খাতুন, মাবেল মিয়া ও কবির হোসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের অনু মিয়া ও ফাহমিদা দম্পতির ছেলে রাফসান মিয়াকে চুরি করে জোবেদা খাতুন ও মাবেল মিয়া। পরদিন তারা শিশুটিকে স্ট্যাম্পে লিখিত দিয়ে রামনগর গ্রামের কবির হোসেনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) অভিযান চালিয়ে শিশুটিকে রামনগনর গ্রাম থেকে জামালগঞ্জ পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাবেল মিয়া ও জোবেদা খাতুন শিশুটিকে চুরি করে বিক্রি করার কথা স্বীকার করেছে। চুরি যাওয়া শিশুর মা জানান, তার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। তাকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে চুরি করে নিয়ে যায় লক্ষ্মীপুর গ্রামের মাবেল মিয়া ও জোবেদা খাতুন। শিশু চুরি যাওয়ার ঘটনায় জামালগঞ্জ থানায় ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন শিশুর বাবা অনু মিয়া।