সড়ক রূপ নিয়েছে ক্ষেতের জমিতে

জগন্নাথপুর প্রতিনিধি:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়ন সংযোগ সড়কের বেহাল দশা দেখার কেউ নেই। অল্প বৃষ্টিতে প্রায় এক কিলোমিটার রাস্তা আমন ফসলের ক্ষেতে রুপান্তরিত হয়ে যায়। প্রতিদিন বাজারে আসা জনসাধারন চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, রানীগঞ্জ বাজার থেকে পাইলগাঁও গ্রাম হয়ে ১০টি গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকেন। বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতে রাস্তায় হাটু পর্যন্ত কাঁদা হয়ে যায়। অত্র এলাকায় লোকজনের একমাত্র যানবাহন টমটম গাড়ী চলাচল না করায় পায়ে হেটে প্রায় এক কিলোমিটার রাস্তায় চলাচল করতে হচ্ছে। প্রত্যেক দিন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রী সহ বাজারে আসা লোকজন কাপড় নষ্ট করে চলাচল করতে হয়। বর্তমান সরকারের আমলে উপজেলার বিভিন্ন সড়ক ও গ্রামীন রাস্তায় কাজ করা হলেও এ রাস্তা দিকে কেউ নজর দিচ্ছেনা বলে স্থানীয়রা অভিযোগ করেন। বার বার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের রাস্তা সমস্যা কথা বললেও রাস্তায় কাজ করানো উদ্যোগ গ্রহন করছেন না বলে জানান রানীনগর গ্রামবাসী। ক্ষোভের সাথে রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়ন সংযোগ সড়কের যাতায়াতকারী জনসাধারন জানান, ভোটের সময় আসলে প্রার্থীরা কাজ করিয়ে দিবেন বলেন কিন্তু নির্বাচন হয়ে গেলে প্রার্থীদের আর খোঁজে পাওয়া যায়। গত তিন বছরের প্রায় এক কিলোমিটার রাস্তায় কাজ করানো হয় নাই। রাস্তার কাজের বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্যা মোছা: এলাচি বিবি বলেন রাস্তার কাজের জন্য আমরা দরখাস্ত দেব। বরাদ্ধ আসলে আগামীতে রাস্তার কাজ করাতে পারবো। এ ব্যাপারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন, এটা এলজিইডির রাস্তা তারা আগামী অর্থ বছরের প্রায় এক কিলোমিটার কাজ করাবে আমাদের আলাপ হয়েছে।