সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস বৃদ্ধিকরণ ও ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন গণপরিবহন চলাচল বন্ধ, বিআরটিসি বাস বন্ধের পায়তারাসহ ২ সেপ্টেম্বর পরিবহণ মালিক শমিকদের ডাকা অযৌক্তির ধর্মঘটের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টায় আলফাত উদ্দিন স্কয়ারে এ মানববন্ধন কর্মসচী পালন করে সুনামগঞ্জের যাত্রী সাধারণ নামে একটি সামাজিক সংগঠন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বিরোধী দলীয় হুইফ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় তিনি বলেন, পরিবহন মালিক শ্রমিকদের ফিটনেসবিহীন ও লাইন্সেবিহীন গাড়ী চলাচল ও পরিবহণ নৈরাজ্যে অতিষ্ঠ ছিলেন সুনামগঞ্জের সাধারণ যাত্রী সাধারণ। জেলাবাসীর দাবির প্রেক্ষিতে সরকার সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চালু করেছে। বিআরটিসি বাস চালুর হওয়ার পর থেকে সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করে আসছিলেন। কাউকে না জানিয়ে ৪টি বাস উঠিয়ে নেয়া হয়েছে। পরিবহণ মালিক শ্রমিকদের বাসের সেবার মান না বাড়িয়ে বিআরসি বাস বন্ধের ষড়যন্ত্র চলছে। তারা ২ তারিখ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ধর্মঘট একটি সাংবিধানিক অধিকার তবে ধর্মঘটের নামে রাস্তা মানুষকে জিম্মি করা হলে কিংবা নৈরাজ্য চালানো হলে সবাইকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। সাংবাদিক মাসুম হেলাল ও শামস্ শামীম এর যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চান মিয়া, সাবেক সাধারণ সম্পদক অ্যাড.নজরুল ইসলাম সেপু, সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, অ্যাড. এনাম আহমদ, মুক্তিযোদ্ধার সন্তান ইয়াকুব বখত বহলুল, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুর রশীদ, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, খোলাকাগজের জেলা প্রতিনিধি শহীদনুর আহমেদ, শিমন চৌধুরী প্রমুখ।