সুনামগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ৩০

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আনোয়ারা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার হরিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত আনোয়ারা বেগম হরিপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের পঞ্চায়েত এবং একই গ্রামের ফকির মেম্বারের গোষ্ঠীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৫দিন আগে এ নিয়ে দুইপক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এ নিয়ে সোমবার বেলা সাড়ে ১১ টায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ফকির মেম্বার পক্ষের নারী আনোয়ারা বেগম নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তবরত ডাক্তার গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎিসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহতরা হলেন, হরিপুর গ্রামের নূর মালিক (৪০), তার ছেলে আবুল মিয়া(২২), নানু মিয়া(২৫), সিরাজ মিয়া (২৮), একই গ্রামের মৃত সমুজ আলীর ছেলে আকমল আলী(২৫), আব্দুর রহমানের ছেলে নজরুল ইসলাম(৪৫)। এছাড়াও বাকি ২৪ জন স্থানীয় ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষনিক ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরিস্তিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মিজান বিপিএম জানান, উপজেলার হরিপুর গ্রামের দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষে এক নারী আনোয়ারা বেগম নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্তিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।