সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদে চুরি!

সুনামগঞ্জ প্রতিনিধি:তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের কোন এক সময়ে এ চুরির ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্হানীয়রা। শ্রীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে সন্ধা পর্যান্ত তিনি ডিজিটাল সেন্টারে অফিসিয়াল কাজকর্ম করেছেন। সন্ধার দিকে তিনি ডিজিটাল সেন্টারের দরজা,জানালা বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। বুধবার সকালে স্হানীয়রা জানান, ডিজিটাল সেন্টারে দরজা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। তিনি বাড়ি থেকে এসে পরিষদের ওয়ার্ড সদস্যদের নিয়ে দেখতে পান ডিজিটাল সেন্টারের কাঠের দরজা ভেঙ্গে ভিতরে চুরেরা প্রবেশ করে ষ্টিলের আলমারির ডয়ার ভেঙ্গে নগদ টাকা,ল্যাপটপ,ক্যামরা নিয়ে যায় এবং প্রয়োজনীয় কাগজপত্র কিছু আসবাপত্র ভাংচুর করে ফেলে রেখে যায় চুরেরা। তিনি বলেন, প্রায় ১৭ হাজার ৫শ টাকা নগদ ও লাখ খানেক টাকার আসবাপত্র ভাংচুর ও নিয়ে গেছে। শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খসরুল আলম জানান,তিনি জরুরি কাজে ঢাকা যাচ্ছেন, বিষয়টি থানায় অবগত করেছেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, এ বিষয়ে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. আনোয়ার হোসেন থানায় একটি জিডি এন্টি করেছেন। বিষয়টি পুলিশ খোঁজ নিয়ে দেখছে।