সুনামগঞ্জে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা

নন্দিত সিলেট:সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে র‌্যাব-৯ এর ভ্র্যামমাণ আদালত। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার ফয়সল আহমদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভেজাল বিরোধী অভিযানে অপরিচ্ছন্নতা, খাদ্যদ্রব্যে মেয়াদ উত্তীর্ণ, খাদ্যদ্রব্যে ভেজাল মিশানোর জন্য ৪ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, মামু-ভাগিনা রেস্টুরেন্টকে ৭,০০০ টাকা, সাগরীক হোটেলকে ৮,০০০ টাকা, পারভেজ এন্ড ফয়সাল ষ্টোরকে ৮,০০০ টাকা, হিটম্যান ল্যাবকে ১০,০০০ টাকা, সর্বমোট ৩৩,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানায় র‌্যাব।