হামলা করে ছিনিয়ে নেওয়া আসামীসহ গ্রেফতার ২

জগন্নাথপুর প্রতিনিধি:সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের হামলা করে ছিনিয়ে নেওয়া আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত নব গোপাল দাশ, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম, এসআই অনুজ কুমার দাশ, এসআই লুৎফর রহমান সহ একদল পুলিশ উত্তর কালনীর চর গ্রামে পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া আসামী সবজুল মিয়া (২৭)কে ও হামলাকারী তাহার বড় ভাই আকবর আলী (৩৫) কে হবিগঞ্জ জেলার নবীগঞ্জের ইমামবাড়ী বাজার থেকে গ্রেফতার করেন। গ্রেফতাকৃতদের বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনিচর গ্রামে গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে থানার এসআই অনুজ কুমার দাস, এসআই আফছার আহমদ ও এসআই অনিকের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেল পুড়ানোর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উত্তর কালনিচর গ্রামের আছদ্দর আলীর ছেলে ইউপি সদস্য শওকত মিয়ার ছোট ভাই সাবজুল মিয়াকে উত্তর কালনিচর গ্রাম থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশের নোহা গাড়িতে তুলেন। এ খবর পেয়ে ইউপি সদস্য শওকত মিয়ার নেতৃত্বে ৭০ থেকে ৮০জন ব্যক্তি সংঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেয়। এসময় পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে এসআই আফছার আহমদ, এসআই অনুজ কুমার দাস ও এসআই অনিক দেব সহ পাঁচ পুলিশ আহত হন। এর মধ্যে এসআই আফছর আহমদকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহবুবুর হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী নেতৃত্বে বিপুল পরিমান পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদেরকে উদ্ধার করেন। ওই সময় গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাস বাদি হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ কে আসামী করে মামলা করেন।