প্রধানমন্ত্রীর সম্মানহানিকর ছবি শেয়ার, বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার ১

নন্দিত সিলেট:সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি শেয়ার ও পোস্ট করায় এবং রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেটের বিয়ানীবাজার থেকে ১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বুধবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে অভিযুক্তের নিজ বাড়ি সিলেট জেলা বিয়ানীবাজার থানাধীন আব্দুল্লাহপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম শরীফ আহমেদ (৩৫)। তিনি বিয়ানীবাজার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাজী মুশাহীদ আলীর ছেলে। বৃহস্পতিবার (২৫ জুলাই) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যাক্তি দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রধানমন্ত্রীসহ জাতীয় ব্যক্তি বর্গ ও বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সম্মান হানি ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্পের) এর একটি আভিযানিক দল এএসপি ওবাইন এর নেতৃত্বে¡ সিলেট জেলার বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে কুরুচিপূর্ণ, অশ্লীল ছবি, ১টি মোবাইল ও ১টি সীমকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের পূর্বক তাকে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।