শ্রীমঙ্গল পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মধু জয়ী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু।

রোববার (২৮ নভেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মহসিন মিয়া মধু নারিকেল গাছ প্রতীকে ৫ হাজার ৯৮৯ ভোট পেয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনসুরুল হক পেয়েছেন ৫ হাজার ৫৩২ ভোট।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টায় পর্যন্ত। এবার প্রথম শ্রীমঙ্গল পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ করা হয়। এ পৌরসভায় একজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৮টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ভোট হয়। মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

শ্রীমঙ্গল পৌরসভার ৯ ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্র। মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯৪ জন। ২০১১ সালের ১৮ জানুয়ারি এ পৌরসভার প্রথম ভোট হয়। সেখানেও মেয়র নির্বাচিত হন মহসিন মিয়া মধু।

২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি মেয়াদপূর্ণ হয়। তবে নানা আইনি জটিলতার কারণে আর নির্বাচন হয়নি। প্রায় ১১ বছর পর এ পৌরসভার নির্বাচন হলো। এ ১১ বছর মেয়রের দায়িত্বে ছিলেন মহসিন মিয়া মধু।