ছয় মাস পর সিলেটে করোনায় সর্বোচ্চ শনাক্ত, নতুন ১৪৮জন

সিলেটের করোনা পরিস্থিতি ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে পড়ছে। গত চব্বিশ ঘন্টায় প্রায় দেড়শ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। যা গত প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ১০৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪৮ জন শনাক্ত হন। শনাক্তের হার ১৩.৮১। শনাক্তকৃতদের মধ্যে ১২৫ জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের ৮ জন ও মৌলভীবাজারের ৮ জন রয়েছেন। সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে ওঠেছেন ৪২ জন। স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুসারে, সিলেট বিভাগে এখন অবধি ৫৫ হাজার ৬৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫০ হাজার ১৫০ জন। মারা গেছেন ১ হাজার ১৮৬ জন।