নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ২ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বুধবার (২৫ মে) দিনগত রাতে রাজধারীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- মো. রেজাউল করিম ওরফে রাজু ও মো. জুনাইদ মিয়া। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ও ৫টি উগ্রবাদী বই জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ মে) সিটিটিসির সহকারী কমিশনার (এসি) আরিফ মুহাম্মদ শাকুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আগারগাঁওয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম ও অন্যান্য অ্যাপসের মাধ্যমে সংগঠনের উগ্রবাদী আদর্শ প্রচার করতো। সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ করতো। তারা টেলিগ্রামে ‘জিহাদ ফি সাবিলিল্লাহ’ নামে একটি উগ্রবাদী চ্যানেল পরিচালনা করতো।

টেলিগ্রামে তারা আরও একাধিক সিক্রেট গ্রুপে যুক্ত ছিলেন জানিয়ে শাকুর বলেন, এসব গ্রুপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতো তারা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় মামলা হয়েছে।