দেশের ৯৩ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে: প্রধানমন্ত্রী

নন্দিত ডেস্ক:দেশের ৯৩ শতাংশ মানুষ বিদ্যুতের সুবিধা পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-৩ আসনের এম এ মতিনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের ৯৩ শতাংশ গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। বাকি সাত শতাংশ গ্রাহককে আগামী ২০১৯-২০ সালের মধ্যেই এ সুবিধার আওতায় আনা সম্ভব হবে। কুড়িগ্রাম-১ আসনের আসলাম হোসেন সওদাগরের প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থিত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের দেশের জনগণ খরা, বন্যা, সাইক্লোনসহ নানা দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে টিকে থাকতে অভ্যস্ত।