দোয়ারাবাজারে প্রতারণার দায়ে শিক্ষককে পুলিশে দিলেন জনতা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অনলাইনে ডলার বিনিয়োগ করে উচ্চ লভ্যাংশের প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। 

অভিযুক্ত আব্দুর রহমান আল আমিন উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের মাওলানা আব্দুল মান্নান জিহাদীর ছেলে। তিনি আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

জানা যায়, ভাইনেন্স অ্যাপসের মাধ্যমে অরোরা ডট ক্লাব সাইটে ডলার বিনিয়োগ করলে দৈনিক শতকরা ৫ ডলার লভ্যাংশ পাওয়ার লোভে ৫ শতাধিক মানুষ শিক্ষক আব্দুর রহমান আল আমিনের প্রলোভনে পড়ে কোটি কোটি টাকা বিনিয়োগ করেন। 

সম্প্রতি পুঁজি ও লভ্যাংশ ফেরত চাইলে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বৃহস্পতিবার রাতে ওই শিক্ষক আল আমিনকে পুলিশে সোপর্দ করেন বিনিয়োগকারীরা।

বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মিলন খান বলেন, আমি প্রতারণার বিষয়টি জেনেছি। সুষ্ঠু তদন্তসাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।