ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা ভাবছিলেন শাহিন আফ্রিদি

বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের সবচেয়ে ভালো পেসার শাহিন আফ্রিদি। তাকে দলটির পেস বোলিংয়ের মেরুদণ্ড বললেও ভুল হবে না। অনেক দিন ধরেই হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারেননি এই তারকা ক্রিকেটার। একটা সময় ক্রিকেটকেই বিদায় বলার কথা ভেবেছিলেন এই পেসার। খবর এনডিটিভির। 

এশিয়া কাপ ২০২২-এ খেলতে পারেননি শাহিন আফ্রিদি। বেশ কয়েক মাস পর আসন্ন পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দারের হয়ে মাঠে নামবেন তিনি। শুরুতে মুলতান সুলতানের বিপক্ষে খেলতে নামবে লাহোর কালান্দার।

এক সাক্ষাৎকারে চিকিৎসারত অবস্থার করুণ বর্ণনা দিয়েছেন শাহিন আফ্রিদি। সার্জারির পর পুনর্বাসনের সময় অধৈর্য হয়ে গিয়েছিলেন তিনি। ক্রিকেট ছেড়ে দেয়ার কথা ভাবছিলেন শাহিন আফ্রিদি। 

এ সময় নিজের করা বলের ভিডিও দেখে অনুপ্রাণিত হন শাহিন। সেই ভিডিওগুলোই তাকে ফের মাঠে নামতে উদ্বুদ্ধ করেছে।

হাসপাতালে অসুস্থ থাকা অবস্থার করুণ বর্ণনা দেন তিনি।  শাহিন আফ্রিদি বলেন, এমন একটা সময় অতিবাহিত করেছি যে, একেবারে হাল ছেড়ে দিয়েছিলাম। আমি আর পারছিলাম না। পরে নিজের বোলিংয়ের ভিডিওগুলো দেখতাম। যেগুলো আমাকে বেশ অনুপ্রাণিত করেছে।

শাহিন আফ্রিদি এখন পর্যন্ত ৩২টি ওয়ানডে খেলে ৬২ উইকেট নিয়েছেন। আর ৪৭টি টি-টোয়েন্টি খেলে ৫৮ উইকেট বাগিয়েছেন।