শাবির সংঘর্ষ থেমেছে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে

স্থানীয়দের সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংর্ঘষ থেমেছে। বিক্ষোভ ঘণ্টাদেড়েক বিক্ষোভ প্রদর্শনের পর এখন ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থীরা।

আজ শুক্রবার বিকেল ৬টার দিকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে দ্বন্দ্বের জের ধরে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়।

এসময় শাবির প্রধান ফটকের সামনে উভয়পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এর কিছু সময় পর অবশ্য পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে আসলেও প্রধান ফটকের ভেতরে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জালারবাদ থানার ওসি সাইফুল ইসলাম রোকন জানান, সংঘর্ষ শুরুর কিছু সমযৈর মধ্যেই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করলেও সেখানে ভিসিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনও আছে।

তিনি আরও জানান, এখনো শিক্ষার্থীদের সাথে প্রশাসনের আলোচনা শুরু হয়নি। তবে আরেকটু সময় গেলে তা শুরু হওয়ার সম্ভবাবনা রয়েছে।

শাবিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা সতর্ক অবস্থায় আছেন বলেও উল্লেখ করেন জালালাবাদ থানার ওসি রোকন।

এদিকে এ ঘটনায় শাবির অন্তত ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত ্হয়েছে বলে দাবি করেছেন তারা।