‘ধোনির চেয়ে ভালো ফিনিশার কোহলি’

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে জয় উপহার দেন বিরাট কোহলি। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ রানের জন্য শতক হাঁকাতে পারেননি তিনি। তবে তার নৈপুণ্যেই সহজ জয় পায় ভারত। কোহলির নামের পাশে ‘মিস্টার ফিনিশার’ তকমাটা লাগালে বেমানান হবে না। সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের মতে, ম্যাচ ফিনিশিংয়ে কোহলির ধারে কাছেও কেউ নেই। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিও নাকি পিছিয়ে।

বিশ্বকাপের রাউন্ড রবিন লীগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০৩* রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন বিরাট কোহলি। সেই ম্যাচে ৫১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় ভারত। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ৪ উইকেটের জয় উপহার দেন কোহলি। ম্যাচের পর স্টার স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে সাবেক সতীর্থকে প্রশংসায় ভাসান ভারতের সাবেক টপ অর্ডার ব্যাটার গৌতম গম্ভীর। তিনি বলেন, ‘ম্যাচ জিতিয়ে ফেরার সামর্থ্যে কোহলির ধারেকাছেও কেউ নেই।’ 

২০১১ সালের আইসিসি বিশ্বকাপ ফাইনাল। প্রথমে ব্যাট করে ২৭৪ রান তোলে শ্রীলঙ্কা। রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ২১.৪ ওভারে তিন উইকেট হারিয়ে ১১৪ রান তোলে ভারত। এরপরই শুরু হয় ধোনির ম্যাজিক। শেষ পর্যন্ত ৭৯ বলে অপরাজিত ৯১ রানের দুর্দান্ত ইনিংসে ভারতকে বিশ্বকাপ জেতান ধোনি। শুধু সেটিই নয়; আরো অনেক ম্যাচে ভারতকে জিতিয়ে ফিনিশারের তকমা পান তিনি। তার মধ্যে একটি হলো ২০০৬ সালে লাহোরে ভারত-পাকিস্তানের ওয়ানডে ম্যাচ। পাকিস্তান প্রথমে ব্যাট করে ২৮৮ রান তোলে। রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৪ রানে তিন উইকেট পড়ে যায় ভারতের। তখনই দলের হাল ধরেছিলেন ধোনি। ৪৬ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে ৫ উইকেটের জয় উপহার দিয়েছিলেন তিনি। ক্যাপ্টেন কুল ধোনির প্রসঙ্গ টেনে গম্ভীর বলেন, ‘ফিনিশার কাকে বলে আসলে? যে ব্যাটার পাঁচ কিংবা সাতে ব্যাটিং করে, সেই? তা কিন্তু নয়। ফিনিশার তাকেই বলে, যে ব্যাটার রান তাড়ায় দুর্দান্ত। ধোনিকে সবাই ফিনিশার বলে। কিন্তু কোহলি ধোনির চেয়েও ভালো।’