‘সে আমার বাল্যবন্ধু বয়ফ্রেন্ড নয়’

সম্প্রতি ‘মুজিব’ ছবিতে প্রার্থনা ফারদিন দীঘির অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। বঙ্গবন্ধুর এ বায়োপিকে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কিশোরবেলার চরিত্রে অভিনয় করেন তিনি। এদিকে ছবির সফলতার পর পরই একটি ছবিকে ঘিরে দীঘির প্রেমের গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশ করে কয়েকটি সংবাদমাধ্যম। গত কয়েকদিন ধরেই চলছে এ নিয়ে আলোচনা। অবশেষে বিষয়টি এবার পরিষ্কার করলেন এ অভিনেত্রী। তিনি বলেন, এগুলো একদমই মনগড়া সংবাদ। এর কোনো ভিত্তি নেই। যাকে নিয়ে আমাকে ঘিরে সংবাদ প্রকাশ হয়েছে সে কেবল আমার বাল্যবন্ধু। আর কিছু নেই আমাদের মধ্যে। এটা আমি একেবারে পরিষ্কার কদীঘি আরও বলেন, মিডিয়ার বাইরেও আমাদের আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবদের সার্কেল থাকে। সেটা আসলে প্রকাশের কোনো বিষয় নয়। এগুলো ব্যক্তিগত বিষয়। আমার বন্ধুর সঙ্গে ফেসবুক পোস্ট, কমেন্ট নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে। এগুলো আসলে কোনোকিছু লুকাইনি আমি। সবাই সব দেখছে। আমার ব্যক্তিগত বিষয় মনে করলে সেটা আমি প্রকাশই করতাম না। দীঘি আরও বলেন, সংবাদে বলা হয়েছে আমার ও আমার সেই বন্ধুর ছবিটি নাকি অন্তরঙ্গ। খুবই হাস্যকর ব্যাপারটা। কারণ অন্তরঙ্গ ছবি হবে আরও ভয়ঙ্কর। সে ধরনের ছবি হলে তো আমার মোবাইলের গ্যালারিতেই থাকবে, বাইরে আসবে না। এদিকে কেউ উপরে উঠতে থাকলে তাকে টেনে নামানোর চেষ্টা করা হয় বলেও জানান দীঘি। তিনি বলেন, আমাকে একাধিকবার টেনে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। এটাও তারই একটা অংশ হতে পারে। কিন্তু আমি এখন এসবের জন্য প্রস্তুত। কোনো ভয় নেই। এটা সবার সঙ্গে ঘটে। কেউ উপরে উঠতে থাকলে তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়। এটা থেকে বিরত থাকা উচিত। এটা ভালো চর্চা নয়। আমি কাজ নিয়ে ব্যস্ত আছি। এটা নিয়েই সামনের বছরগুলোতে ব্যস্ত থাকতে চাইরে বলতে চাই।