বড় হারের ভয়ে বাংলাদেশের সঙ্গে খেলবে না সৌদি আরব

আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে অনুষ্ঠিত এই আসরের শিরোপা ধরে রাখতে বেশি বেশি ম্যাচ খেলানোর অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। বাফুফেও চেষ্টা করছে ফিফা উইন্ডোগুলো কাজে লাগাতে। মেয়েদের জন্য বড় কোনো দলের ব্যবস্থা করতে না পারলেও জানুয়ারিতে র‌্যাঙ্কিংয়ের বাইরে থাকা সৌদি আরবে গিয়ে তাদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছিল তারা। আগামী ১ লা ও ৪ঠা জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। তবে ডিসেম্বরে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে সাবিনা খাতুনদের ম্যাচের ফল দেখে ঘাবড়ে গিয়েছে সৌদি আরব। তাই আপাতত বাংলাদেশের সঙ্গে ম্যাচ না খেলার কথা বাফুফেকে জানিয়ে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ১ লা ও ৪ঠা ডিসেম্বর কমলাপুরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচের ফল বাংলাদেশের জন্যও ছিল বিস্ময়কর। সেই ম্যাচে সিঙ্গাপুরের মেয়েদের ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল সাইফুল বারী টিটুর দল। দুই জয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে ১৪০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।