বাংলার আকাশে, সুরাইয়া পারভীন লিলি

বাংলার আকাশে উঠেছে রবি আলোর ছড়া ছড়ি, মাথাল মথায় রাখাল ছেলে হাতে লাঙল ধরি। আশ্বিন মাসে জোয়ার ক্ষেতে কার্তিক মাসে বোনা, সোনার ফসল ফোলবে মাঠে কৃযক --তুলবে ঘরে সোনা। কুহু কুহু ডাকে কোকিল বসন্তের -ই কালে, শরৎকালে ফোটে ফুল শিউলি ফুলের ডালে। অগ্রায়হনে পাকা ধানে মাঠেতে ভরপুর, তাইনা দেখে কৃষকের কন্ঠে বাজে ভাটিয়ালি সুর। ফাল্গুন মাসে দখিনা বাতাস ফাটে হাত পা মুখ, ভরদুপুরে কোকিলের গান শুনে --পাই যে মনে সুখ।