শামীমা আক্তার ঝিনুর কাব্যগ্রন্থ “ভিন্ন আবেগের অভিন্ন নথি” এর প্রকাশনা

কাব্যগ্রন্থ “ভিন্ন আবেগের অভিন্ন নথি”

রিয়জন সাহিত্য ও সাংস্কৃতিক সামজিক সংস্থা সিলেটের বিভাগীয় সভাপতি কবি শামীমা আক্তার ঝিনুর দ্বিতীয় কাব্যগ্রন্থ “ভিন্ন আবেগের অভিন্ন নথি” এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর কেমুসাস সাহিত্য আসর কক্ষে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রিয়জন সাহিত্য প্রকাশনী ঢাকার প্রকাশক কবি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও কবি লুৎফুর রহমান তারেকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কথাসাহিত্যিক অভিনেতা ওশহীদ বুদ্ধিজীবি সন্তান এবিএম সোহেল রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিলেট জেলার সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সিলেট উইমেন্স কলেজের অধ্যক্ষ ও শিক্ষাবীদ কালাম আজাদ, গল্পকার সাংবাদিক সেলিম আউয়াল, সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী।

এসময় কবির গ্রন্থের উপর আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহন করেন কবি ও সংগঠক ধ্রুব গৌতম, কবি মাসুদা সিদ্দিকা রুহী, ইশরাক জাহান জেলী, জান্নাত আরা খান পান্না, সেনুয়ারা আক্তার চিনু, এখলাসুর রহমান, নিলুফা ইয়াসমিন নিলু, শিপারা শিপা, বদরুল ইসলাম রাজু লস্কর, কবি জালাল জয়, সুরাইয়া পারভীন লিলি, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক এমরান ফয়ছল, বিহারী, ওবায়েদুল মুন্সী, সাংবাদিক ঋষিকেশ রায় শংকর, কামাল আহমদ, ইমামুল ইসলাম রানা নওশাদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবি রিপন মিয়া।