বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে একক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

শিলিগুড়ি ভারত থেকে আগত কবি ও বাচিক শিল্পী নীলাক্ষী অনুরাধা’র একক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২রা নভেম্বর) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জল্লারপাড় সিলেট ম্যাটস কনফারেন্স হলরুমে বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে এই একক কবিতা পাঠের আসর এর আয়োজন করা হয়।

বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা শাব্বির চৌধুরী মনির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাছুমা টফি একার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত শিলিগুড়ি থেকে আগত কবি নীলাক্ষী অনুরাধা, কবি রাজা রাকীব, সাংবাদিক দেবব্রত রায় দিপন, উপদেষ্টা কবি সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, উপদেষ্টা বিনতা দেবী, উত্তম কুমার চৌধুরী, সহ সভাপতি বিমলেন্দু পাল, ইশরাক জাহান জেলী, মো. লোকমান হেকিম, সহ সাধারণ সম্পাদক রওশন আরা, বাশি খূঁৎহৈবম, সাংগঠনিক সম্পাদক দেওয়ান গাজী, আব্দুছ কুদ্দুছ শমশাদ, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, কবি কামাল আহমদ, তাহের আহমদ, জোবায়দা বেগম, কবি জালাল জয়, উত্তম, শিক্ষিকা রুনা সুলতানা, ইমামুল ইসলাম রানা, ওবায়দুল মুন্সী, সেলিনা আক্তার, মো. আনোয়ার আলী, নাহিদা আক্তার রাযমানা প্রমুখ।

এসময় অতিথিবৃন্দকে সম্মননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।