চারিদিক অন্ধকার হাড়কাঁপানো শীত
বিন্দু বিন্দু শিশির ঝরা শব্দ
নির্জন কোথাও কেউ নেই।
বনচ্ছায়ায় ঘেরা গ্রাম,
সবুজ ঘাসে ভরে আছে পুরা মাঠ
পায়ের চিহ্ন নেই।
কিছু স্মৃতি ভেসে বেড়ায়
বাড়ির আঙিনায়
হীমবায়ুতে জমে উঠেছে
হিমেল পাহাড়।
পাহাড় থেকে আসা ধোঁয়া গুলো
অক্টোপাসের মত জড়িয়ে ধরে আমায়
বন্দিশালায় থেকে আমি চেয়ে দেখি
শুধু তোমায়।
রাহনামা শাব্বীর চৌধুরী।
মন্তব্য