দুবাইয়ে কানাডা অভিবাসি লেখক জসিম মল্লিকের সাথে সংহতির আড্ডা

নন্দিত ডেস্ক :: কানাডা অভিবাসি লেখক ও সাপ্তাহিক ভোরের আলোর নির্বাহি সম্পাদক জসিম মল্লিকের দুবাই আগমণ উপলক্ষে তাঁর সম্মানে অন্তরঙ্গ পাঠের আয়োজন করে সংহতি সাহিত্য পরিষদ আমিরাত শাখা। এ সময় তিনি বলেন, প্রবাসে নিজদেেশের মানুষের কাছে প্রবাসীদের ইতিবাচক দিক তুলে ধরতে কলম সৈনিকরা সবচে' বেশি ভূমিকা রাখেন। তিনি আরো বলেন, ভিনদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আমাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে হবে। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি সাইদা দিবা। সংগঠনের সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন আহমেদ ইফতিখার পাভেল ও তিশা সেন। অনুষ্ঠানে সদ্য প্রয়াত সুরকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে তাঁর লেখা গান পরিবেশন করেন প্রবাসী কণ্ঠশিল্পী বঙ্গ শিমুল ও সোনিয়া সামিয়া। অন্তরঙ্গ এ আড্ডায় দেশে অনুষ্ঠেয় একুশে বইমেলা সহ প্রবাসে বাংলা সাহিত্য চর্চার নানা দিক নিয়ে চিন্তা বিনিময় করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রকৌশলী মশিউর রহমান, মধ্যপ্রাচ্যের একমাত্র মহিলা সিআইপি জেসমিন আক্তার, কণ্ঠশিল্পী রেহানা রহমান, নজরুল ইসলাম চৌধুরী, রান্নাশিল্পী ফাহমিদা চৌধুরী, সাংবাদিক আমিনুল হক, সাইফুর মাহমুদ, শাফিয়া তুহিন, সোনিয়া সিমি সহ আরো অনেকে। অনুষ্ঠানে লেখক জসিম মল্লিক তাঁর লেখা বই উপহার প্রদান করেন। এ সময় জসিম মল্লিককেও সংহতির সদস্যদের লেখা বই ও চিত্রকর্ম প্রদান করা হয়। পরে দেশীয় পিঠাপুলি ও নৌশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।