”সে এক কবি”

চন্দ্র শেখর দেব:সে এক জাত কবি বুঝে বলতে পারে সবই কথা তার বুঝে পড়তে হয় নয়তো পাঠকেরই পরাজয়, স্বভাব সুলভ হাসি তার যেন অঙ্গেরই ভুষন । ভাল লাগে দেখে প্রানমন এবার তার আগমনী দিনে শীতের উষন লাগিয়ে মনে নাম মঈন মুরসালিন । মুখের হাসি ১২ মাস অমলিন মুখ যেন তার শিশুতোষ দেখে মন হয় যে সনতোষ ।