সুনামগঞ্জে পুলিশি বাঁধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি: কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে সুনামগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার (২১ জুন) সকাল সাড়ে ১১ টায় এ বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের পুরাতন বাস স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে কামার খালি ব্রিজের সামনে পুলিশ বাঁধায় পণ্ড হয়ে যায়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে বিএনপি নেতা কর্মীরা। এ সময় জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মিছিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আনিসুল হক, নাদের আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত প্রমুখ। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে আটকে রেখেছে। তারা চায় বিএনপি যেন নির্বাচনে না আসে। আমাদের নেত্রীকে ছাড়া আমরা নির্বাচনে যাবও না।’ বক্তারা বলেন- বেগম খালেদা জিয়া বর্তমানে খব বেশি অসুস্থ কিন্তু স্বৈরাচারী সরকার তার চিকিৎসার সু-ব্যাবস্থা করছে না। চিকিৎসা করিয়ে নানা ধরণের টাল বাহানা করছে তারা। চিকিৎসার কারণে যদি খালেদা জিয়ার কিছু হয় তাহলে এর দায় সরকারকে নিতে হবে।