সুনামগঞ্জ থেকে অপহৃত দুই ব্যবসায়ী বাগেরহাটে উদ্ধার, আটক ৩

সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের বড়ছড়া এলাকার অপহৃত দুই কয়লা ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১ টায় বাগেরহাটের পিটিআই এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। এসময় ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের লাকমা গ্রামের কয়লা আমদানী কারক নুরুল আলম ও মুসলিম উদ্দিনকে ৩০ জুলাই বিকেলে ব্যবসায়িক দলিল স¤পাদন করার কথা বলে বাড়ির বাইরে নিয়ে আসে বাগেরহাট জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটেবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে তুহিন মিয়া, একই উপজেলার উত্তরপুর্ব মাছিমপুর গ্রামের রফিক হাওলাদারের ছেলে পারভেজ হাওলাদার ও পিরোজপুর জেলার পারগুল গ্রামের আশরাফ আলীর ছেলে আজগর আলী। এই তিন যুবক ব্যবসায়ীদের বাড়ি থেকে বের হয়ে নাকে চেতনা নাশক দিয়ে অর্ধজ্ঞান করে মোটরসাইকেলে সুনামগঞ্জ শহরে নিয়ে আসে। সেখান থেকে একটি মাইক্রোবাস যোগে তাদেরকে বাগেরহাট পুরগুল এলাকায় আটক রেখে ব্যবসায়ীদের স্বজনদের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দরকষাকষি করে ৫ লাখ টাকা মুক্তিপণ বাবদ দেয়ার সিদ্ধান্ত হয়। ব্যবসায়ীদের স্বজনরা এস এ পরিবহনের মাধ্যমে আসামীদর কাছে ৫ লাখ টাকা প্রেরণ করে। ওই টাকা তোলার সময় তাদেরকে বাগেরহাট, মোড়েলগঞ্জ , ভান্ডারিয়া ও তাহিরপুর থানার পুলিশ হাতে নাতে আটক করে ও অপহৃতদের উদ্ধার করে। তাহিরপুর উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের সদস্য মোঃ খসরুল আলম বলেন, এভাবে ব্যবসায়ীদের অপহণ করে নিয়ে যাওয়ায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন। এচক্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দেয়ার দাবি করেন তিনি। তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রæপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার বলেন, তাহিরপুরের বড়ছড়া, চারাগাও ও বাগলী কলাগাও শুল্ক স্টেশনে পাঁচ শতাধিক কয়লা আমদানীকারক রয়েছেন। এঘটনায় তারা আতঙ্কিত। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি। তাহিরপুর থানার ওসি তদন্ত মোঃ আসাদুজ্জামান হাওলাদার বলেন, ৩০ জুলাই মুসলিম উদ্দিন ও নূরুল আলমকে কৌশলে অপহরণ করে তাদেরকে বাগেরহাটে নিয়ে আসে। পরে ব্যবসায়ীদের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ব্যবসায়ীর ভাগ্নে বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এরপর ৩১ জুলাই থেকে সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খানের নির্দেশনায় পুলিশ প্রশাসন অপহৃত ব্যবসায়ীদের উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ৪ দিন অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে তাদের। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান নির্ণয়ের পর তাহিরপুর থানার ওসি তদন্ত মোঃ আসাদুজ্জামান হাওলাদার নেতৃত্বে একদল পুলিশ বাগেরহাটে রওনা দেয়। সেখানে বাগেরহাট ভান্ডারিয়া ও পিরোজপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের সহায়তায় গতকাল বেলা ১১ টায় বাগেরহাটের পিটিআই এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করে। আটককৃতদের তাহিরপুর থানায় নিয়ে আসা হবে বলে জানান ওই কর্মকর্তা।