শীঘ্রই শান্তিগঞ্জ পৌরসভায় রূপান্তরিত হবে : পরিকল্পনামন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাঙালি স্বাধীন জাতি। বাঙালিকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল। সারাবিশ্ব এখন আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান করে। আমরা এখন আর কারো কাছে মাথানত করব না। দেশের উন্নয়নে যা দরকার সব হবে।’

তিনি আরোও বলেন, ‘আমার মন্ত্রীত্বের লোভ নেই। আমার একমাত্র উদ্দেশ্য সাধারণ মানুষের সেবা করা। যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাব। আমি আর কিছু চাই না। সুনামগঞ্জের হাওরে উড়াল সেতু হবে, সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত রেললাইন হবে। সুনামগঞ্জবাসীর উপকার হয় এমন সব কাজ হবে।’

ছাত্রলীগের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তোমরা আদর্শ ঠিক রেখে চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ চালিয়ে যাবে। আমি সবসময়ই তোমাদের পাশে আছি। তোমরা যারা ছাত্রলীগ করো তারা আমার পরিবারের সদস্য। নিজেরা সবসময়ই ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা দেশের শত্রু তাদের প্রতিহত করতে হবে।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন- পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা তাঁতি লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ হোসেনসহ আরোও অনেকে।