অবরোধে ছাতক বিএনপির বিক্ষোভ মিছিল

সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দেশজুড়ে টানা ৭২ ঘন্টা অবরোধের সমর্থনে ছাতকে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে শহরের পশ্চিম বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শেষে শহরের গৌরাঙ্গ মহাপ্রভুর অখড়ার সামনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।পথসভায় বক্তব্য রাখেন সাবেক এমপি, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল। 

পথ সভা ও মিছিলে জেলা বিএনপি নেতা সামসুর রহমান বাবুল, জয়নাল আবেদীন মহি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপি নেতা কদরুল ইসলাম, আতাউর রহমান এমরান, মেহেদী হাসান সোনা মিয়া, আজর আলী মেম্বার, জাহেদুল ইসলাম আবাব, নুরুল ইসলাম, তাজুল ইসলাম তালুকদার, শাহীন চৌধুরী, আনোয়ার হোসেন, বাবুল মিয়া মেম্বার, আব্দুর রশিদ, মিনহাজুর রহমান আংগুর, আশরাফ হোসেন খেলন, আলী আশরাফ তাহিদ, দিদার আলম মেম্বার, জালাল উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল কাহহার, স্বেচ্ছাসেবক দলের সুলেমান মিয়া, মাসুক আহমদ,খলিলুর রহমান, তোফায়েল খান বিপন, মীর কামিল, যুবদলের খায়ের উদ্দিন, ঝুনু মিয়া, আশরাফ চৌধুরী মাসুম, জহির উদ্দিন, তারেক আহমদ, মোজাহিদূর রহমান হিরা, জয়নাল আবেদীন রফিক,ইকবাল হোসেন, এনাম আহমদ, মানিক মিয়া, মুহিবুর রহমান, সুরুজ মিয়া, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি,যুবদল নেতা কুতুব উদ্দিন, লালু শাহ,এনাম খান,কুতুব মিয়া, মানিক আহমদ,জনি মিয়া,ছাতক ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি তানিমুল ইসলাম,কামাল উদ্দিন দিলোয়ার হোসেন

উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান ইমন, ছাত্রদল নেতা স্বাচ্ছা আবেদীন, সাকিব মাহমুদ তালুকদার,মোজাহিদ আহমেদ,ফয়ছল আহমদ, আনোয়ার হোসেন, ফজলু মিয়া, সাহেদ মিয়া, মাহিব মিয়া, হাবিবুর রহমান, শাহ সোনা আলী, আল আমিন, মিলন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।