নতুন করে আলোচনায়

দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত ‘সালার: পার্ট-১’ মুক্তি পেয়েছে শুক্রবার। এতে তার বিপরীতে রয়েছেন কমল হাসান কন্যা শ্রুতি হাসান। ছবিতে অভিনয়ের জন্য তার প্রশংসা করছেন সবাই। এদিকে শুরুতেই শাহরুখ খানের ‘ডাঙ্কি’র মুখোমুখি হয়েছে টিম ‘সালার’। কিন্তু দক্ষিণে আধিপত্য বিস্তার করেছে প্রভাস-শ্রুতি। সুপারস্টারের বিশাল কাটআউট থেকে শুরু করে আতসবাজি-উদ্‌যাপনে শামিল হয়েছে সবকিছুই। অনুরাগীরা তাদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীর ছবিকে সাপোর্ট করতে কোনো কসরত বাকি রাখেননি। ‘সালার’ দুই বন্ধু দেব এবং ভারদাকে ঘিরে আবর্তিত হয়েছে। যার মুখ্য চরিত্রে প্রভাস এবং পৃথ্বীরাজ অভিনয় করেছেন। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন তারাপ্রশান্ত নীল পরিচালিত, ছবিটি তেলেগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দিতে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করে নতুন করে আলোচনায় শ্রুতি হাসান। এতে দারুণ অভিনয়ের পাশাপাশি গানের পারফরম্যান্সেও নজর কেড়েছেন তিনি। তাকে দেখে নেটিজেন সোশ্যাল মিডিয়ায় তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। অন্যদিকে সমালোচকরা মনে করছেন ‘রাম’ চরিত্রের পরে, প্রভাসের এই ছবি বড়পর্দা কাঁপিয়েছে নিঃসন্দেহে। অনেকেই এই ছবিকে অভিনেতার কামব্যাক বলে মনে করছেন। তবে সকলের চোখ কপালে উঠেছে অভিনেতাদের পারিশ্রমিক শুনে। সূত্রের মতে, এই ছবির বাজেট ৪০০ কোটি। ছবিতে দেবার্থ চরিত্রের জন্য প্রভাস দর হাঁকিয়েছেন ১০০ কোটি। আধ্যা চরিত্রের জন্য শ্রুতি নিয়েছেন ৮ কোটি। দ্বৈত চরিত্রে অভিনয় করে পৃথ্বীরাজ ৪ কোটি পারিশ্রমিক পেয়েছেন। পরিচালনার জন্য প্রশান্ত নিয়েছেন ৫০ কোটি।