ভারতীয় কাপড়ের চালানসহ ৪ চোরাকারবারি আটক

বিনা শুল্কে নিয়ে আসা ভারতীয় থান কাপড় ও কসমেটিকসের চালানসহ সুনামগঞ্জের ধর্মপাশায় ৪ চোরাকাবারিকে আটক করেছে পুলিশ।

রোববার আটককৃতদের মামলা দায়ের পুর্বক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পানোর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে সুজানুর রহমান, গজধার গ্রামের রেহান উদ্দিনের ছেলে সাদেকুজ্জামান রাসেল, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মহদীপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে তৈমুর রেজা, টান মেউহারী গ্রামের মৃত সাদত আলীর ছেলে সোহেল রানা।

রোববার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করন।

মিডিয়া সেল জানায় , শনিবার রাতে শুল্ক ফাঁকি দিয়ে পিকআপ বোঝাই করে ভারতীয় থান কাপড় ও মেহিদী (কসমেটিকস) চালান নেত্রেকোনার মোহগঞ্জ নিয়ে যাবার পথে ধর্মপাশা থানা পুলিশ আনন্দ মোড় থেকে ওই চালানটি আটক করে। এ সময় চার চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতদের হেফাজত থেকে তিন হাজার মিটার (১০ বস্তা) জর্জেট কাপড়, ১৮ হাজার টিস (২৫ কার্টুন) মেহেদী জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ ৭৫ হাজার টাকা।