সোনার কানে রূপার দোল

সোনার কানে রূপার দোল

দোলটা যেন ঘন্টা ফুল

ঘন্টা ফুলের সুবাস পাই

সুবাস চোখে দেখি নাই


ঘন্টা ফুলের হলুদ রং

রংয়ের আবার নাইতো ঢং

ঢং ঢং ঢং ঘন্টা বাজা

বনের পথে আসছে রাজা


রাজা হলো শিকারী

একদা ছিলো ভিখারী

ভিখারীর কপাল জোর

আঁধার কেটে আসল ভোর


ভোরের আলো ঝলমলে

উড়লো পাখী দলে দলে

দলে থাকে এক নেতা

নেতা হলেন জাতিরপিতা


জাতিরপিতা বঙ্গবন্ধু

জীবনটা তাঁর বিষাদসিন্ধু

সপ্তসিন্ধুর রক্তের রেশ

মুক্তি পেলো বাংলাদেশ।


লেখক ধ্রুব গৌতম