শু 👉শুভ কথা জুড়ি মোরা মায়ের বিদায় বেলা,
ভ 👉ভয় কাটিয়ে উঠল জগৎ তাইতো সিঁদুর খেলা।
বি 👉বিজয়ী হলেন মহামায়া অসুর বধ করে,
জ 👉জয়ের নিত্য চলে তাই মাতৃ বিদায় কালে।
য়া👉ভয়াবহ যুদ্ধে দূর্গা জয়ী হলেন বলে,
দ 👉দধি মিষ্টি খাই মোরা মায়ের বিদায় কালে।
শ 👉শরতের পূজা মায়ের অকালে বোধন,
মী 👉মীন মিট ভোজনেতে দশমী পালন।
মাতৃ বিজয় আনন্দে মোরা করি কোলাকুলি
আশ্বিন কৃষ্ণা দশমীকে বিজয়া দশমী বলি।
হৃদয় মাঝে মায়ের মূর্তি করি সংস্থাপন,
শ্রদ্ধাভরে জলেতে করি মাতৃ নিরঞ্জন।
প্রতিমা হলেন মোদের প্রতি ঘরের মা,
প্রতিদিন পুজো করবো মায়ের প্রতিমা।
শান্তি মন্ত্রে অপরাজিতা বাঁধি মোরা হাতে,
আন্তরিক শুভেচ্ছা জানাই বিজয়া দশমীতে।
কলমেঃ- জয়ম্তী নাথ
মন্তব্য